
রাইজিংসিলেট- সিলেটে ছিনতাইয়ের ঘটনায় মোবাইল, নগদ টাকা ও প্রাইভেটকারসহ আটক ২ জন। সিলেট নগরীতে এক ব্যবসায়ীর কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত প্রাইভেটকারসহ দুইজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ আগস্ট) সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটক ব্যক্তিরা হলেন—সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার আব্দুল হকের ছেলে সাইফুল ইসলাম (২৫) এবং সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জাহাঙ্গীর আলমের ছেলে লিমন আহমদ জয় (২৬)।
পুলিশ জানায়, গত মঙ্গলবার রাতে জিন্দাবাজার এলাকার ব্যবসায়ী কামাল হোসেন (৩৬) হোটেল থেকে বাসায় ফেরার পথে পূর্বপরিচিত এক ব্যক্তি ‘বেড়ানোর’ কথা বলে তাকে মোটরসাইকেলে তোলেন। পরবর্তীতে হাউজিং এস্টেট এলাকা থেকে একটি প্রাইভেটকারে উঠিয়ে তাকে সালুটিকর এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাইভেটকারে থাকা চার ব্যক্তি কামাল হোসেনকে মারধর ও ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে একটি স্মার্টফোন ও ৩ হাজার ৮০০ টাকা ছিনিয়ে নেয়।
পরবর্তীতে আসামিরা ভিকটিমকে অজ্ঞাত স্থানে ফেলে দিতে চাইলে কামাল হোসেন বাইশটিলা এলাকায় স্থানীয় বাজারের কাছে চিৎকার শুরু করেন। তখন আশপাশের লোকজন গাড়িটিকে ধাওয়া দেয়। একপর্যায়ে গ্র্যান্ড সিলেট হোটেলের সামনে কামাল হোসেন গাড়ির জানালা দিয়ে বের হয়ে আসেন। পরে স্থানীয়দের সহায়তায় এয়ারপোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুইজনকে প্রাইভেটকারসহ আটক করে।
ঘটনার বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।