রাইজিংসিলেট- সিলেট নগরীতে এক ছাত্র আন্দোলনের নেতাকে ছুরিকাঘাত করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে মদিনা মার্কেট এলাকার বিদ্যানিকেতন স্কুলের পাশে এই ঘটনা ঘটে।
আহত ব্যক্তির নাম তৌফিক ওমর তানভীর। তিনি সিলেট মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সংগঠক। জানা গেছে, তানভীরের বাম পায়ের উরুতে ধারালো ছুরি দিয়ে আঘাত করে একদল দুর্বৃত্ত। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, পূর্ব বিরোধের জের ধরে এই হামলার ঘটনা ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।