ঢাকাশুক্রবার , ২৪ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ছেলে খুনের দায়ে বাবা গ্রেপ্তার

rising sylhet
rising sylhet
মার্চ ২৪, ২০২৩ ৭:১১ অপরাহ্ণ
Link Copied!

রাইজিংসিলেট- বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার তেলিখাল‌ গ্রামে এ ঘটনা ঘটে। সিলেটের কোম্পানীগঞ্জে পারিবারিক কলহের জেরে দুলাল মিয়া (৩৫) নামে এক যুবককে কাঠের আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে।

অভিযুক্ত নিম্বর আলীকে (৭০) গ্রেপ্তার করেছে পুলিশ। ছেলেকে হত্যার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন অভিযুক্ত বাবা নিজেই।

ঘটনার দিন সন্ধ্যায় বাড়ির সামনে তার ছোট ভাই আলালকে (২৫) মারধর করছিল সে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান নিম্বর আলী। হাতে থাকা কাঠের একটি বর্গা দিয়ে ছেলে দুলালকে উপর্যুপরি আঘাত করতে থাকেন। এক পর্যায়ে দুলাল নিস্তেজ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুলাল ছিল দুষ্টু প্রকৃতির। সে প্রায়ই পরিবারের সবাইকে অকথ্য ভাষায় গালিগালাজ, শারীরিক ও মানসিক অত্যাচার-নির্যাতন এবং ঘরের জিনিসপত্র ভাঙচুর করত। মাসখানেক আগে স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে তার স্ত্রী বাবার বাড়ি চলে গেছে।

 

১১৮ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।