জাগপা সিলেট মহানগরের যোগদানকারী অর্ধশতাধিক কর্মীদের অভিনন্দন জানিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা’র কেন্দ্রীয় নির্বাহী সহ আন্তর্জাতিক বিষয় সম্পাদক ও জাগপা গ্রীস শাখার সভাপতি শেখ গোলাপ মিয়া।
রবিবার (২ নভেম্বর) এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, সিলেটে ইমাম হোসেনের নেতৃত্বে জাগপায় অর্ধশতাধিক কর্মী যোগদান করা তাদের সঠিক সিদ্ধান্ত। তিনি জাগপার প্রতিষ্ঠাতা ও সভাপতি মরহুম শফিউল আলম প্রধান এর আদর্শ লালন করে বিভিন্ন সামাজিক, পেশাজীবী ও শ্রমজীবী নেতৃবৃন্দ জাগপায় যোগদান করেছেন। তাদের এই যোগদান বৃথা যাবে না। দেশ ও সমাজের উন্নয়নে তারা কার্যক্রমের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
জাগপা’র কেন্দ্রীয় নির্বাহী সহ আন্তর্জাতিক বিষয় সম্পাদক ও জাগপা গ্রীস শাখার সভাপতি শেখ গোলাপ মিয়া আরো বলেন, শফিউল আলম প্রধান ছিলেন মেহনতী জনতার ভাগ্য উন্নয়ন পরিবর্তনের স্বপ্নদ্রষ্টা এক বীরপুরুষ। মৃত্যুর আগ পর্যন্ত স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার সংগ্রাম চালিয়ে গেছেন তিনি।
শফিউল আলম প্রধানের আদর্শে আদর্শিক হয়ে ব্যারিস্টার তাসমিয়া প্রধান ও রাশেদ প্রধানের হাতকে আরো শক্তিশালী করে আগামীর সোনার নতুন বাংলাদেশ গড়তে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।