
সিলেটে ট্রাক, মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে এক যুবক নিহত এবং তিনজন আহত হয়েছেন।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত পৌনে ১টার দিকে বিমানবন্দর সড়কের মালনীছড়া চা বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, একটি ট্রাক (ঢাকা মেট্রো ট ১৫-৩৯৬২) বিমানবন্দরের দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেল (সিলেট মেট্রো ল ১২-৩৩০৭ এবং সিলেট মেট্রো ল ১২-৩৫৫৬) ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। হঠাৎ ব্রেক করলে ট্রাকের পেছনে থাকা একটি সিএনজি অটোরিকশা ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে অটোরিকশার যাত্রীরা হালকা আহত হন।
দুর্ঘটনায় ফাহাদ (২০) নামের এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা যান। তিনি শাহপরাণ থানার বাহুবল আবাসিক এলাকার বাসিন্দা এবং আব্দুল হকের ছেলে। আহতদের মধ্যে ফাহাদের ভাইও রয়েছেন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
বিমানবন্দর থানার এসআই আতিক জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত তিনজনের মধ্যে একজনের অবস্থা গুরুতর।