ঢাকাবৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ট্রাফিক নিয়ম মানলে মিলছে পুরস্কার

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ১৮, ২০২৫ ৩:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- সিলেট শহরের সড়কে নিরাপদ চলাচল নিশ্চিত করতে ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১টা থেকে নগরীর প্রধান সড়কে হেলমেট পরা মোটরসাইকেল চালকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী।

কমিশনার বলেন, “হেলমেট শুধু একটি নিয়ম নয়, এটি জীবনের নিরাপত্তার জন্য অত্যন্ত জরুরি। নিরাপদ সড়ক নিশ্চিত করতে চালকদেরই দায়িত্বশীল হতে হবে।”

এই আয়োজনকে কেন্দ্র করে শহরে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। ট্রাফিক বিভাগ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারাও এই কার্যক্রমে অংশ নেন। কমিশনার নিয়ম মানা চালকদের প্রশংসা করেন এবং সকলের প্রতি সচেতন হওয়ার আহ্বান জানান।

এই ব্যতিক্রমী উদ্যোগে পথচারী ও সাধারণ মানুষের মাঝেও ইতিবাচক সাড়া পড়ে। অনেকেই জানান, নিয়ম মানলে কেবল শাস্তি নয়, সম্মানও পাওয়া যায়—এ ধরনের উদ্যোগ সেই বার্তাই পৌঁছে দিচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।