
রাইজিংসিলেট- সিলেট শহরের সড়কে নিরাপদ চলাচল নিশ্চিত করতে ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১টা থেকে নগরীর প্রধান সড়কে হেলমেট পরা মোটরসাইকেল চালকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী।
কমিশনার বলেন, “হেলমেট শুধু একটি নিয়ম নয়, এটি জীবনের নিরাপত্তার জন্য অত্যন্ত জরুরি। নিরাপদ সড়ক নিশ্চিত করতে চালকদেরই দায়িত্বশীল হতে হবে।”
এই আয়োজনকে কেন্দ্র করে শহরে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। ট্রাফিক বিভাগ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারাও এই কার্যক্রমে অংশ নেন। কমিশনার নিয়ম মানা চালকদের প্রশংসা করেন এবং সকলের প্রতি সচেতন হওয়ার আহ্বান জানান।
এই ব্যতিক্রমী উদ্যোগে পথচারী ও সাধারণ মানুষের মাঝেও ইতিবাচক সাড়া পড়ে। অনেকেই জানান, নিয়ম মানলে কেবল শাস্তি নয়, সম্মানও পাওয়া যায়—এ ধরনের উদ্যোগ সেই বার্তাই পৌঁছে দিচ্ছে।