
রাইজিংসিলেট- সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে অনৈতিক কার্যক্রমের অভিযোগে এক পুরুষ ও এক নারীকে হেফাজতে নেওয়া হয়েছে। বুধবার (১৯ নভেম্বর ২০২৫) বিকেল সাড়ে ৪টার দিকে কোতোয়ালী মডেল থানার ওসমানী মেডিকেল কলেজ রোডে অবস্থিত “চৌধুরী আবাসিক হোটেল”-এ এ অভিযান পরিচালিত হয়। অভিযোগের ভিত্তিতে হোটেলের একটি কক্ষ থেকে দুজনকে ডিবি পুলিশ আটক করে।
হেফাজতে নেওয়া ব্যক্তিদের পরিচয় হিসেবে জানানো হয়েছে—মিছির আলী (৪২) এবং শায়েলা বেগম (৩২)। ঘটনাটি যাচাই-বাছাইয়ের জন্য সিলেট মহানগর পুলিশ আইন, ২০০৯ অনুযায়ী তাদের আদালতে উপস্থাপন করা হয়েছে। একইসঙ্গে অসামাজিক কার্যকলাপের অভিযোগে হোটেলটি সাময়িকভাবে সিলগালা করা হয়েছে বলে জানায় পুলিশ।
এসএমপি মিডিয়া সেলের সহকারী উপপুলিশ কমিশনার (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।