
রাইজিংসিলেট- সিলেট বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এতে করে চলতি বছরের মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১০ জনে। এর মধ্যে বর্তমানে ৬ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, শনাক্ত হওয়া নতুন ৩ জন রোগীর রিপোর্ট রবিবার সকাল ১০টা পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যে পাওয়া গেছে।
জেলা ভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, সর্বোচ্চ আক্রান্ত শনাক্ত হয়েছে হবিগঞ্জ জেলায়—এখন পর্যন্ত সেখানে ৫২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া, সিলেটে ২৮ জন, মৌলভীবাজারে ১৮ জন এবং সুনামগঞ্জে ১২ জন রোগী শনাক্ত হয়েছে।
বর্তমানে হাসপাতালে ভর্তি থাকা ৬ জনের মধ্যে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন, সুনামগঞ্জ সদর হাসপাতালে ১ জন এবং হবিগঞ্জের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন চিকিৎসা নিচ্ছেন।