
রাইজিংসিলেট- সিলেটজুড়ে প্রচণ্ড গরমে জনজীবন যেন থমকে গেছে। সূর্যের তীব্র তাপ আর রাস্তায় তাপমাত্রার প্রখরতা শহরটিকে করে তুলেছে একপ্রকার জ্বলন্ত চুল্লির মতো। দুপুর গড়াতেই রোদের দাহ আরও অসহনীয় হয়ে উঠছে, আর পিচঢালা রাস্তাগুলোর উত্তাপে হাঁটাও যেন কঠিন হয়ে পড়েছে।
গরমের কারণে শহরের ব্যস্ত রাস্তাগুলোতে লোকজনের উপস্থিতি কমে গেছে। কেউ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না। যারা বাধ্য হয়ে রোদে বের হচ্ছেন, তাদের বেশিরভাগই দিনমজুর কিংবা রিকশাচালক—যাদের জীবিকা সরাসরি দৈনন্দিন আয়-রোজগারের উপর নির্ভরশীল।
জিন্দাবাজারের এক রিকশাচালক জানান, “গরমে রিকশা চালানো দুঃসহ হয়ে পড়েছে। সকাল থেকে রোদ আর গরমে শরীর ভেঙে যাচ্ছে, অথচ আয়-রোজগারও কমে গেছে। এই অবস্থায় বাঁচা কষ্টকর হয়ে যাচ্ছে।”
সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে, গত কয়েকদিন ধরেই মৃদু তাপপ্রবাহ চলছে। সর্বশেষ পরিমাপ অনুযায়ী, তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, তবে অনুভূত তাপমাত্রা বা ‘ফিলস লাইক’ প্রায় ৪৮ ডিগ্রি।
গরমের তীব্রতায় শহরের জীবনযাত্রা অনেকটা স্থবির হয়ে পড়েছে। ব্যবসা-বাণিজ্য, পথচারী চলাচল—সবকিছুই গরমের চাপে সীমিত হয়ে পড়েছে। এই গ্রীষ্মের প্রচণ্ডতা সিলেটের নাগরিক জীবনে এক ধরনের অচলাবস্থার জন্ম দিয়েছে।