ঢাকারবিবার , ২৬ নভেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে দাঁড়িয়ে থাকা বাসে আ গু ন দিয়েছে দুর্বৃত্তরা

rising sylhet
rising sylhet
নভেম্বর ২৬, ২০২৩ ১২:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেটে দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

আজ শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুমারগাঁও বাস স্ট্যান্ডের পাশে দাঁড়িয়ে থাকা একটি স্কুল বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বাসের চালক জানিয়েছেন, দুই থেকে আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সাথে সাথে আশপাশের মানুষ এসে যদি আগুন নিয়ন্ত্রণ না করতে পারতেন তাহলে পুরো বাস হয়তে জ্বলে পুড়ে যেত।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় কে বা কারা দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয়। এ সময় স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা বালু ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন। আগুন লেগে বাসের কয়েকটি সিট পুড়ে গেছে। তবে সবচেয়ে ক্ষয়ক্ষতি হয়েছে বাসের উপরের অংশ।

ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিলেট মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ, জালালাবাদ থানার সহকারী পুলিশ কমিশনার কামরুল ইসলাম, জালালাবাদ থানার ওসি সাইফুল ইসলাম, ওসি (তদন্ত) মো. খালেদ মামুন।

বাসে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ওসি (তদন্ত) মো. খালেদ মামুন।

তিনি বলেন, দুর্বৃত্তরা একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করেছে। আমরা খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই। স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণ করে ফেলেন। যে বা যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

১৮৯ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।