
রাইজিংসিলেট- সিলেট জজশিপের দেওয়ানী আদালত মামলার নিষ্পত্তিতে উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে আদালতগুলোতে মোট ৩ হাজার ৬২৩টি দেওয়ানী মামলা দায়ের হয়, যার মধ্যে নিষ্পত্তি হয়েছে ৩ হাজার ৭৭৫টি। ফলে নিষ্পত্তির হার দাঁড়িয়েছে ১০৫ শতাংশ।
অন্যদিকে, একই সময়ে ফৌজদারী আদালতে ৩ হাজার ৪৭৫টি মামলা দায়ের হয়, যার মধ্যে নিষ্পত্তি হয়েছে ২ হাজার ৮৩২টি—নিষ্পত্তির হার প্রায় ৮২ শতাংশ। এসব মামলার মধ্যে সাজার হার ৬০ শতাংশ এবং খালাসের হার ৪০ শতাংশ হিসেবে জানানো হয়।
জেলা লিগ্যাল এইড অফিসের তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ৫৪৪টি বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে ১১২টি মামলায় পারস্পরিক মীমাংসা চুক্তি সম্পাদিত হয়, যার মাধ্যমে আদায় হয়েছে ৬৭ লাখ ৯৩ হাজার ১২০ টাকা।
শনিবার সিলেটে অনুষ্ঠিত বার্ষিক বিচার বিভাগীয় সম্মেলনে এসব তথ্য উপস্থাপন করা হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ হালিম উল্ল্যাহ চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আ. ন. ম. ইলিয়াছ, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান, সিভিল সার্জন ডা. নাসির উদ্দীন, পাবলিক প্রসিকিউটর আশিক উদ্দিন, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি সরওয়ার আহমেদ চৌধুরী আবদাল এবং জেলা লিগ্যাল এইড অফিসার বিশ্বেশ্বর সিংহসহ অন্যান্যরা।