
রাইজিংসিলেট- সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বুড়দেও গ্রামে নদীতে পড়ে গিয়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। জানা গেছে, শুক্রবার রাতে খেলাধুলার সময় অসাবধানতাবশত তারা পানিতে পড়ে যায়।
নিহতরা হলেন—তিন বছর বয়সী ইয়ামিন, পিতা রফিকুল ইসলাম এবং একই বয়সী মীম, পিতা মোহাম্মদ আলী। দুজনের বাড়ি একই গ্রামে।
ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধারে চেষ্টা চালান, তবে শেষ পর্যন্ত তাদের প্রাণ রক্ষা করা সম্ভব হয়নি। শনিবার তাদের জানাজা ও দাফন সম্পন্ন হয়।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রতন শেখ জানান, এটি একটি দুঃখজনক দুর্ঘটনা। খেলতে গিয়ে দুই শিশু পানিতে পড়ে যায় এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।