
রাইজিং সিলেট- সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের সব ম্যাচ। এশিয়া কাপের আগে প্রস্তুতিমূলক তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ নেদারল্যান্ডস। সব ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, ৬ আগস্ট ঢাকায় শুরু হবে ফিটনেস ক্যাম্প। এরপর কোচিং স্টাফ যোগ দেবেন ১১ থেকে ১৩ আগস্টের মধ্যে। স্কিল ট্রেনিং ও সিরিজের সব আয়োজন হবে সিলেটে।
সংযুক্ত আরব আমিরাতের ব্যাটিং সহায়ক কন্ডিশনে এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ায় প্রস্তুতির জন্য সিলেটকে আদর্শ মনে করছে বিসিবি। ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম বলেন, “আমরা চাই এমন উইকেটে খেলতে যেখানে ১৭০-২০০ রানের ইনিংস সম্ভব।”
মিরপুরের উইকেট নিয়ে সাম্প্রতিক অসন্তোষের পর বিকল্প হিসেবে সিলেটকে বেছে নেওয়া হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।