সিলেটে পরিকল্পিতভাবে শিল্প কারখানা গড়ে তুলে বেকারত্বের সমাধান করবো বলেছেন,বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির । বিগত ফ্যাসিবাদী আমলে কর্মসংস্থানের তেমন কোন সুযোগ ছিল না, ফলে বেকারত্ব চরম পর্যায়ে পৌঁছেছে। ক্ষমতায় এলে আমরা আগামী ৫ বছরে ২ কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবো। আমরা ৫০ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করার মাধ্যমে তাদের মাঝে ন‚ন্যতম ম‚ল্যে খাদ্যশস্য পৌঁছে দেবো। তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে বৈষম্যহীন, আধুনিক, মানবিক ও স্বনির্ভর রাষ্ট্রে পরিণত করা হবে। তিনি বলেন, সিলেট নগরী থেকে মাদক ও অনলাইন জুয়াকে আমরা চিরতরে উচ্ছে¡দ করবো। এই নগরী মাদক ব্যবসায়ী ও জুয়াড়ীদের জন্য আদর্শ জায়গা নয়। তারা হয় আগামী ফেব্রæয়ারির আগে হালাল রুজির পথে ফিরে আসুক, নতুবা সিলেট নগরী ত্যাগ করুক।
বুধবার রাতে নগরীর ভাতালিয়াস্থ আব্দুল কাইয়ুম জালালী পংকি’র কার্যালয়ে সিলেট মহানগর ১১ নম্বর ওয়ার্ড বিএনপির আওতাধীন ভাতালিয়া ও মধুশহিদ আঞ্চলিক নাগরিক কমিটির সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেট মহানগর ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ মো. কবির আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সাঈদ মো. তাইফ এর পরিচালনায় সভায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও আহবায়ক এবং সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র আব্দুল কাইয়ুম জালালী পংকি, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব, সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, মহানগর বিএনপির উপদেষ্টা আলাউদ্দীন বাদশা, সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান খসরু, প্রচার সম্পাদক বেলায়েত হোসেন মোহন। আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- হেলিম খান মাসুদ, মুস্তাক আহমদ বাপ্পি, হুসেইনুর রহমান রিজভী, এহিয়া চৌধুরী, রাহি, আম্বিয়া, সাদ্দাম হোসেন শিবলুজ্জামান, আলেখ আহমদ, নাবিল হোসেন, হাফিজ উদ্দিন, রুমন আহমদ, খালেদ আহমদ, নুরুল আমিম, ১১নং ওয়ার্ড মহিলা দলের সভাপতি খালেদা আক্তার, সাধারণ সম্পাদক কাজী আমাল রিতা, শ্রমিকনেতা আবু ইউসুফ, যুবনেতা শাহরিয়ার জালালী কাইজার, ফরহাদ আহমদ রিপন, জসিম আহমদ, জাহেদ আহমদ বাবু, খোকন আহমদ, আশরাফ উদ্দিন, রাজা চৌধুরী, আমিনুল হাসান রুবেল, রেজাউল ইসলাম টুকু, মোজাহিদ খান গুলশান, আজমল আহমদ, হোসাইন আহমদ, মিনহাজুর রহমান রাসেল, সঞ্জয় দাস, আরিফুর রহমান, হানিফ আহমদ চৌধুরী প্রমুখ।