ঢাকাবৃহস্পতিবার , ১০ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে পাথর উত্তোলনে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা: শ্রমিকদের মধ্যে আশার সঞ্চার

rising sylhet
rising sylhet
জুলাই ১০, ২০২৫ ১২:৪৮ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- সিলেটে পাথর উত্তোলনে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা: শ্রমিকদের মধ্যে আশার সঞ্চার। সিলেট অঞ্চলের পাথর কোয়ারিগুলো দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে, যার ফলে হাজারো শ্রমিক ও ব্যবসায়ী চরম দুর্দশায় দিন কাটাচ্ছেন। তবে সাম্প্রতিক আন্দোলন ও পরিবহন ধর্মঘটের প্রেক্ষিতে এখন কিছুটা হলেও আশার আলো দেখতে পাচ্ছেন সংশ্লিষ্টরা।

পাথর ব্যবসায়ী ও শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে একাত্মতা প্রকাশ করে পরিবহন মালিক-শ্রমিকদের বিভিন্ন সংগঠনও আন্দোলনে যোগ দেয়। তারা সম্প্রতি অনির্দিষ্টকালের জন্য পরিবহন বন্ধের ডাক দেন। যদিও সাত ঘণ্টা কর্মসূচি পালনের পর তা সাময়িকভাবে দুই দিনের জন্য স্থগিত করা হয়।

এই প্রেক্ষাপটে বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবীর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে শ্রমিক ও ব্যবসায়ী নেতারা তাদের দাবি তুলে ধরেন। তারা জানান, দেশের অন্যান্য অঞ্চলে নিষেধাজ্ঞা তুলে নেয়া হলেও সিলেটে তা এখনো বহাল, যা বৈষম্যমূলক। আরও অভিযোগ করা হয়, অনুমতি না থাকলেও কিছু অসাধু চক্র চোরাপথে পাথর ও বালু উত্তোলন করছে, ফলে সরকারও রাজস্ব হারাচ্ছে।

বিভাগীয় কমিশনার আলোচনায় আশাব্যঞ্জক বার্তা দিয়ে বলেন, জনগণের স্বার্থই সরকারের প্রধান বিবেচ্য। তিনি জানান, বিষয়টি তদন্ত ও সমাধানের জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের উদ্যোগ নেয়া হবে এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমেই নিষেধাজ্ঞা প্রত্যাহারের চেষ্টা চলবে।

তিনি আরও বলেন, সিলেট দেশের বাইরে নয়—দেশের অন্যান্য স্থানে যদি কোয়ারি খুলে দেওয়া যায়, তাহলে সিলেটে কেন নয়? সনাতন পদ্ধতিতে পরিবেশবান্ধব উপায়ে পাথর উত্তোলনের অনুমতি দিলে তা বাস্তবায়নে সরকার সহযোগিতা করবে।

এই বক্তব্যের পর আন্দোলনরত সংগঠনগুলো আলোচনার সুযোগ দিতে পরিবহন ধর্মঘট স্থগিত করে। শ্রমিকদের আশা, কমিশনারের আশ্বাস অনুযায়ী অন্তত সনাতন পদ্ধতিতে পাঁচটি কোয়ারি পুনরায় চালু হলে তাদের জীবনে স্বস্তি ফিরবে।

স্থানীয় শ্রমিকদের মতে, এই আশ্বাস বাস্তবায়িত হলে শুধু পাথর শ্রমিক নয়, পরিবহন শ্রমিকদের জীবনেও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

উল্লেখ্য, ২০১৮ সালে পরিবেশ সংরক্ষণের স্বার্থে বিভিন্ন অঞ্চলের মতো সিলেটের কোয়ারিগুলোতেও নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে চলতি বছরের শুরুতে দেশের অন্যান্য অঞ্চলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার হলেও সিলেট এখনো সেই সীমাবদ্ধতার মধ্যেই রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।