
রাইজিংসিলেট- সুনামগঞ্জে ভূয়া ব্যবসা প্রতিষ্ঠান গড়ে প্রতারণার মাধ্যমে কোটি টাকারও বেশি হাতিয়ে নেওয়ার অভিযোগে ছয়জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব জানায়, সোমবার (১১ নভেম্বর) রাতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শ্রীবর্দীপুর ঘোষপাড়া এলাকায় র্যাব-৯ ও র্যাব-১৩ এর যৌথ অভিযানে এদের গ্রেপ্তার করা হয়।
তদন্ত সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে একদল প্রতারক সুনামগঞ্জ শহরে ভাড়া বাসায় থেকে “মেসার্স আব্দুল্লাহ বানিজ্যালয়” নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান খোলে। তারা প্রথমে পেঁয়াজ, রসুন ও আলুর ব্যবসার আড়ালে স্থানীয় বাজারদরের চেয়ে কম দামে পণ্য বিক্রি করে ব্যবসায়ীদের আস্থা অর্জন করে। পরবর্তীতে বড় চালানের অর্ডারের প্রলোভন দেখিয়ে এক কোটি টাকারও বেশি অর্থ হাতিয়ে নেয়।
অর্থ গ্রহণের পরপরই তারা ব্যবসা প্রতিষ্ঠানটি বন্ধ করে সুনামগঞ্জ ছেড়ে পালিয়ে যায়। এ ঘটনায় প্রতারণার শিকার এক ব্যবসায়ী থানায় মামলা দায়ের করলে র্যাব তদন্ত শুরু করে।
প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় র্যাবের দুই ইউনিট যৌথ অভিযান চালিয়ে কিশোরগঞ্জ জেলার ছয় জনকে গ্রেপ্তার করে। তারা হলেন—
১. রফিকুল ইসলাম সোহেল (৩৯) ও তার স্ত্রী নারগিস আক্তার (৩৪)
২. শাহানা পারভীন (৪৩)
৩. মশিউর রহমান মাসুক (৩০)
৪. শফিউর রহমান (২৬)
৫. রিনা আক্তার (২০)
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, অন্যান্য জেলাতেও একই কৌশলে প্রতারণা চালিয়ে অর্থ আত্মসাৎ করেছে।
গ্রেপ্তারদের সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব জানিয়েছে, প্রতারণা ও আর্থিক অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।