
রাইজিংসিলেট- সিলেটে বন্ধুর হাতে যুবদল কর্মী নিহত। সিলেটের গোলাপগঞ্জে ছুরিকাঘাতে নিহত হয়েছেন যুবদল কর্মী রনি হোসেন (৩০)। শনিবার রাত ১২টার দিকে গোলাপগঞ্জ পৌরসভার কদমতলা এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রনি ও অভিযুক্ত শেখ রাজু একে অপরের বন্ধু ছিলেন এবং দুজনেই রাজনৈতিকভাবে যুবদলের সাথে যুক্ত ছিলেন। তবে ব্যক্তিগত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আহত অবস্থায় রনিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোলাপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লা জানান, ঘটনার পেছনে পূর্ব বিরোধের একটি বিষয় জড়িত রয়েছে।
এদিকে, ঘটনার পর ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। অভিযুক্তকে ধরতে অভিযান চালানো হচ্ছে বলে জানানো হয়েছে।
স্থানীয়দের একাংশের দাবি, ব্যক্তিগত একটি বিষয়, বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া কিছু স্ট্যাটাস কেন্দ্র করে এই হামলা ঘটে থাকতে পারে। তবে পুলিশ বিষয়টি তদন্ত করছে।