ঢাকারবিবার , ১৪ এপ্রিল ২০২৪
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী পালন একুশে টেলিভিশন মানুষের কথা বলে

rising sylhet
rising sylhet
এপ্রিল ১৪, ২০২৪ ৪:২৬ অপরাহ্ণ
Link Copied!

ads

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিলেটে দেশের জনপ্রিয় টিভি চ্যানেল একুশে টেলিভিশনের ২৫ তম প্রতিষ্টাবার্ষিকী পালন করা হয়েছে। পহেলা বৈশাখ সকালে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে কেক কেটে অনুষ্টানের শুভ উদ্বোধন করা হয়। পরে নগরে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়েছে। র‌্যালীটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ফের কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্টানমালায় উপস্থিত হয়ে সিলেটের সুধীজনেরা একুশে টেলিভিশনকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন- যাত্রা শুরু থেকে এখন পর্যন্ত একুশে টেলিভিশন মানুষের কথা বলে যাচ্ছে। এ কারনে সাধারন দর্শকদের কাছে একুশে টেলিভিশন আবেগের জায়গা। তারা বলেন- সিলেট তথা দেশের উন্নয়নে একুশে টেলিভিশন অগ্রনী ভুমিকা রাখছে। দেশের সার্বিক উন্নয়নে একুশে টেলিভিশন এর অংশীদার। সুধীজনেরা আগামীতেও একুশে টেলিভিশনের সঙ্গে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন।

প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্টানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান, সিলেট নর্থইষ্ট ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. ইলিয়াস উদ্দীন বিশ্বাস, জাতীয়পার্টির চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুল্লাহ সিদ্দিকী, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি তাহমিন আহমদ, সিলেট নগর আওয়ামী লীগের সহ সভাপতি বিজিত চৌধুরী, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব, সিলেট নগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট জেলা বিএনপি’র সাধারন সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, নগর বিএনপি’র সাধারন সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, বালাগঞ্জ কলেজের সাবেক অধ্যক্ষ ও সিনিয়র সাংবাদিক লিয়াকত শাহ ফরিদী, নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু, সিলেট প্রেসক্লাব’র সহ সভাপতি আব্দুল হান্নান, সাবেক ব্যাংকার আশফাক রহিম, সাবেক কাউন্সিলর সালেহ আহমদ সেলিম, নগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি রজত কান্তি গুপ্ত, কাউন্সিলর জয়নাল আবেদীন ও শেখ তোফায়েল আহমদ সেপুল, সিলেট শামসুদ্দিন হাসপাতালের আরএমও মিজানুর রহমান, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আব্দুল বাতিন ফয়সল ও সাধারন সম্পাদক নুরুল ইসলাম, সাবেক সাধারন সম্পাদক শংকর দাশ, সাবেক সাধারন সম্পাদক এ এইচ আরিফ, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রে সিলেটের সভাপতি বিলকিস আক্তার সুমি, সিনিয়র ফটো সাংবাদিক আব্দুল মজিদ, চারিকাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তোফায়েল আহমদ চৌধুরী, এসিড সন্ত্রাস নির্মুল কমিটি সিলেটের সাধারন সম্পাদক জুরেজ আব্দুল্লাহ গুলজার প্রমুখ। অনুষ্টান সঞ্চালনা করেন একুশে টেলিভিশনের সিলেট বিভাগীয় প্রতিনিধি ওয়েছ খছরু।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।