
সিলেট প্রতিনিধি: সিলেটে দিন দিন বাড়ছে স্বাস্থ্য সচেতনতা। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে ‘স্মার্ট লাইফস্টাইল’ চর্চা এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
সকালের হাঁটা, হেলদি খাবার, জিমে সময় দেওয়া কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বাস্থ্য-সংক্রান্ত কনটেন্ট শেয়ার করার প্রবণতা এখন চোখে পড়ার মতো।
স্থানীয় এক ফিটনেস কোচ বলেন, “তরুণরা এখন বুঝতে পারছে শরীর-মন ভালো রাখতে হলে নিজের প্রতি যত্ন নিতে হবে নিয়ম মেনে।”
সামাজিক যোগাযোগ মাধ্যমে #HealthySylhet হ্যাশট্যাগেও দেখা যাচ্ছে অনেক ইতিবাচক উদ্যোগ।
বিশেষজ্ঞদের মতে, এই ধারা সিলেটের তরুণ সমাজকে শুধু শারীরিকভাবে নয়, মানসিকভাবেও ভালো থাকার দিকেও এগিয়ে নিচ্ছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।