
রাইজিংসিলেট- সিলেটে বিএনপি হাদির ওপর হামলার প্রতিবাদে একটি মিছিল করেছে। শনিবার বিকেলে নগরের কোর্ট পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টায় শেষ হয়।
মিছিলে সিলেট জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
বিএনপি নেতাকর্মীরা এই ঘটনায় নিন্দা জানিয়ে বিভিন্ন স্লোগান দেন, যেমন: “আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না”, “স্বৈরাচার আর রাজাকার মিলেমিশে একাকার”, “তারেক রহমান আসছে, রাজপথ কাঁপছে” ইত্যাদি।
নেতারা দাবি করেন, ওসমান হাদিকে ‘হত্যার উদ্দেশ্যে’ হামলা করা হয়েছে এবং এর সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা উচিত।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।