রাইজিংসিলেট- সিলেটে বিপুল পরিমাণ গাঁজাসহ যুবক আ ট ক। সিলেটের কেওয়াছড়া এলাকায় পুলিশের চেকপোস্টে তল্লাশিকালে এক যুবকের কাছ থেকে ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তি হলেন মো. আনোয়ার হোসেন, যিনি বিমানবন্দর থানার ঘোড়ামারা গ্রামের বাসিন্দা।
বিমানবন্দর থানা পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে দশটার দিকে কোম্পানীগঞ্জ সড়কের কেওয়াছড়া এলাকায় চেকপোস্ট পরিচালনার সময় আনোয়ারকে সন্দেহজনকভাবে আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় তার কাছ থেকে উদ্ধার হয় উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া ইউনিটের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।