সিলেটে এক ব্যবসায়ীর স্ত্রী দীর্ঘ একমাস ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় ব্যবসায়ী থানায় সাধারণ ডায়েরি করেছেন।
জানা গেছে, কিশোরগঞ্জের বাসিন্দা শহীদ মিয়া (৪৭) দীর্ঘদিন ধরে সিলেট মহানগরের গোটাটিকর এলাকায় পোল্ট্রি খামারের ব্যবসা করছেন। প্রায় এক বছর আগে তিনি গোলাপগঞ্জের রানাপিং পূর্ব ফাজিলপুরের রহমান মিয়ার মেয়ে মোছা. হোসনাকে ৩ লাখ টাকা মোহরানায় বিয়ে করেন।
গত ২৯ সেপ্টেম্বর শহীদ মিয়ার অনুপস্থিতির সুযোগে তার স্ত্রী হোসনা ঘরের ড্রয়ার ও মাটির ব্যাংক ভেঙে প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা নিয়ে ঘর থেকে চলে যান বলে অভিযোগ ওঠে। যাওয়ার সময় তিনি পার্শ্ববর্তী এক নারীর কাছে ঘরের চাবি দিয়ে যান।
রাত সাড়ে ১১টার দিকে শহীদ মিয়া বাসায় ফিরে স্ত্রীকে না পেয়ে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি। পরে ১ অক্টোবর তিনি সিলেট মেট্রোপলিটন পুলিশের মোগলাবাজার থানায় একটি সাধারণ ডায়েরি (নং-৩৩) করেন।
এক মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত নিখোঁজ হোসনার কোনো খোঁজ মেলেনি। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যেও ব্যাপক আলোচনা চলছে।