
রাইজিংসিলেট- সিলেটে ভাতিজার ছুরি কা ঘা তে প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক। সিলেটের আখালিয়া বড়গুল এলাকায় ভাতিজার ছুরিকাঘাতে নিহত হয়েছেন এক মাদ্রাসা শিক্ষক। পারিবারিক শাসন ও বাজে সঙ্গ ত্যাগের পরামর্শ দেওয়া নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে। বুধবার (১৩ আগস্ট) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি মাওলানা যুবায়ের আহমদ (৪৫), তিনি মৃত মদরছিল আলীর ছেলে এবং স্থানীয় ডা. তানজিনা আহমদ দাখিল মাদ্রাসার সুপার ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, যুবায়ের আহমদ তার ভাতিজা নয়নকে খারাপ সঙ্গ ত্যাগ করার জন্য মাঝে মাঝেই শাসন করতেন। এসব নিয়ে তাদের মধ্যে পূর্ব থেকেই মনোমালিন্য চলছিল। ঘটনার দিন সকালে মাদ্রাসায় যাওয়ার সময় রাস্তায় জমে থাকা পানির ছিটা যুবায়েরের গায়ে লাগলে নয়নের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নয়ন হঠাৎ করে ছুরি দিয়ে তার চাচার ওপর হামলা চালায়।
আহত অবস্থায় স্থানীয়রা যুবায়েরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুন অর রশীদ চৌধুরী জানান, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত নয়নকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।