ঢাকাবৃহস্পতিবার , ১৪ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে মাদ্রাসা শিক্ষক খু ন: কিশোর অভিযুক্ত নয়ন গ্রে প্তা র

rising sylhet
rising sylhet
আগস্ট ১৪, ২০২৫ ৪:১০ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- সিলেটে মাদ্রাসা শিক্ষক খুন: কিশোর অভিযুক্ত নয়ন গ্রেপ্তার। সিলেটের আখালিয়ায় মাদ্রাসা শিক্ষক মাওলানা জুবায়ের আহমদকে ছুরিকাঘাতে হত্যা করার অভিযোগে নয়ন আহমদ নামের এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে আখালিয়া এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন জালালাবাদ থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ।

নয়নের বয়স প্রাথমিক তথ্যমতে ১৬ বছর, তবে বয়স যাচাই করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। তিনি স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী এবং নিহত মাওলানার স্ত্রীর ভাইয়ের ছেলে—অর্থাৎ পারিবারিক সম্পর্ক রয়েছে তাদের মধ্যে।

ঘটনার দিন সকালবেলা মাওলানা জুবায়ের মাদ্রাসায় যাওয়ার সময় নয়ন তার গায়ে ময়লা পানি ছুড়ে মারে, এতে তার জামাকাপড় নোংরা হয়ে যায়। এ বিষয়টি তিনি পরিবারের সদস্যদের জানানোর কিছু সময় পর, নয়ন তার পেছনে গিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে। আশঙ্কাজনক অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের পক্ষ থেকে নিহতের ছেলে বাদী হয়ে নয়নের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। পুলিশ জানায়, নয়নের আচরণগত সমস্যা ও খারাপ চলাফেরার কারণে নিহত শিক্ষক পূর্বে তাকে তার সন্তানের সঙ্গে মিশতে নিষেধ করেছিলেন। ধারণা করা হচ্ছে, এরই জেরে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।