ঢাকাশনিবার , ৯ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে মুক্তিপণ না পেয়ে ছাদ থেকে ফেলে হ ত্যা : গ্রে প্তা র ২

rising sylhet
rising sylhet
আগস্ট ৯, ২০২৫ ৪:০১ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- মুক্তিপণ না পেয়ে ছাদ থেকে ফেলে হত্যায় গ্রেপ্তার ২। সিলেটে আলোচিত আবুল হাসান হত্যা মামলার দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শুক্রবার (৮ আগস্ট) রাতে র‍্যাব-৯, সিলেট এবং র‍্যাব-৩, ঢাকা যৌথভাবে ঢাকার ধানমন্ডি ও সিলেট শহরে অভিযান চালিয়ে তাদের আটক করে।

শনিবার (৯ আগস্ট) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৯।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুন রাতে সাড়ে ৯টার দিকে আবুল হাসান ও তার চাচাতো ভাই মিনহাজকে পূর্বপরিকল্পিতভাবে অপহরণ করা হয়। পরে তাদের সিলেটের আম্বরখানাস্থ একটি পাঁচতলা ভবনের ছাদে নিয়ে যাওয়া হয়। সেখানে মারধর করে মোবাইল ও অর্থ ছিনিয়ে নেওয়া হয় এবং আবুলের কাছে আরও পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণ না দেওয়ায় আবুলকে নির্মমভাবে মারধরের পর ছাদ থেকে ফেলে দেওয়া হয়।

আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে ১৯ জুন সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের বড় ভাই কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন (মামলা নম্বর–২৬, তারিখ–২১/০৬/২০২৪, ধারা–৩০২/৩৬৪/৩৮৬/৩৮৭/৩৪)।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে ধানমন্ডি থেকে মো. নাজমুল হোসেন ওরফে রায়হান (২০) কে গ্রেপ্তার করা হয়। তিনি সিলেটের কানাইঘাট উপজেলার পূর্ব কাড়াবাল্লা গ্রামের বাসিন্দা। পরে তার দেওয়া তথ্যে সিলেটের এয়ারপোর্ট থানার মজুমদারি কোনাপাড়া এলাকা থেকে রাজু (১৮) নামে অপর পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়। রাজু সুনামগঞ্জের ধর্মপাশা থানার রাজাপুর গ্রামের বাসিন্দা।

জানা যায়, ঈদুল আযহার পরদিন (১৮ জুন) অসুস্থ বোনকে দেখতে সিলেট আসেন গোলাপগঞ্জ উপজেলার পূর্বভাগ কলাশহর গ্রামের আবুল হাসান। সিএনজিতে ভ্রমণের সময় চালক এবং অপর এক যাত্রী কৌশলে তাদের ব্রিটানিয়া হোটেলের পাশে একটি ভবনের ছাদে নিয়ে যায় এবং অস্ত্রের মুখে জিম্মি করে মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না পেয়ে আবুলকে ছাদ থেকে ফেলে দেওয়া হয়। তিনি নিচের একটি টিনশেড ঘরের ওপর পড়ে গুরুতর আহত হন।

এর আগে ২৩ জুন, রায়হান আহমদ নামে একজনকে কাজীটুলা এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে ঘটনায় জড়িত অন্যদের নাম জানান।

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, প্রধান অভিযুক্ত রায়হান বর্তমানে কারাগারে রয়েছে এবং অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।