ঢাকাসোমবার , ১১ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে রায়হান হ ত্যা: জামিনে মুক্ত এসআই আকবর

rising sylhet
rising sylhet
আগস্ট ১১, ২০২৫ ৩:১০ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- সিলেটে রায়হান হ ত্যা: জামিনে মুক্ত এসআই আকবর। সিলেটের বহুল আলোচিত রায়হান হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান অভিযুক্ত এসআই আকবর হোসেন ভূঁইয়া জামিনে মুক্ত হয়েছেন। হাইকোর্ট থেকে জামিন লাভের পর গত ১০ আগস্ট (রোববার) বিকেলে তিনি সিলেট কেন্দ্রীয় কারাগার-২ থেকে বের হন।

কারাগার-২ এর ডেপুটি জেলার মনিরুল হাসান জানান, হাইকোর্টের জামিনের কাগজপত্র নিম্ন আদালতের মাধ্যমে কারাগারে পৌঁছানোর পর আনুষ্ঠানিকতা শেষে এসআই আকবরকে মুক্তি দেওয়া হয়।

জানা গেছে, আকবর শুরুতে সিলেট কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। পরবর্তীতে ২৫ মার্চ তাকে কেন্দ্রীয় কারাগার-২-তে স্থানান্তর করা হয় এবং জামিন পর্যন্ত তিনি সেখানেই ছিলেন।

ঘটনার পেছনে ফিরে গেলে দেখা যায়, ২০২০ সালের ১০ অক্টোবর রাতে সিলেট মহানগর পুলিশের বন্দরবাজার ফাঁড়িতে রায়হান আহমদকে ধরে নিয়ে নির্যাতন চালানো হয়। পরদিন সকালে তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। রায়হানের পরিবারের অভিযোগ ছিল, পুলিশি নির্যাতনেই তার মৃত্যু হয়েছে।

এই ঘটনায় রায়হানের স্ত্রী মামলা দায়ের করলে তদন্তে নামে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তদন্তে রায়হানকে ফাঁড়িতে নির্যাতনের প্রমাণ মেলে। এরপর এসআই আকবরসহ চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত ও তিনজনকে প্রত্যাহার করা হয়। কনস্টেবল হারুনসহ কয়েকজনকে গ্রেফতার করা হয়। এসআই আকবরকে ২০২০ সালের ৯ নভেম্বর কানাইঘাট সীমান্ত এলাকা থেকে আটক করা হয়।

২০২১ সালের ৫ মে পিবিআই এ মামলার অভিযোগপত্র আদালতে জমা দেয়। এতে এসআই আকবরকে প্রধান আসামি করা হয়। অভিযোগপত্রে আরও নাম ছিল সহকারী উপ-পরিদর্শক আশেক এলাহী, কনস্টেবল হারুন অর রশিদ, টিটু চন্দ্র দাস, এসআই মো. হাসান উদ্দিন এবং আকবরের আত্মীয় আবদুল্লাহ আল নোমান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।