
রাইজিংসিলেট- সিলেটে শনি-রোববারে ভারী বৃষ্টির আভাস। দেশে স্বাভাবিকের চেয়ে অনেক কম বৃষ্টি হয়েছিল গত জুলাই মাসে। চলতি আগস্টে সেই অবস্থা কেটেছে। মাসের শুরু থেকেই চলেছে বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তর বলছে, এ মাসে এখন পর্যন্ত স্বাভাবিক বৃষ্টিই হয়েছে।
চলতি আগস্টের প্রায় শুরু থেকে চলমান বৃষ্টিপাতের প্রবণতা বজায় রয়েছে।শনিবার (২৬ আহস্ট) সিলেটসহ দেশের পাঁচ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টির এই ধারা আগামীকালও চলতে পারে। এর পর থেকে বৃষ্টিপাত কমতে থাকবে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, সিলেট, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।