
রাইজিংসিলেট- সিলেট নগরীতে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। চলমান অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দ্বিতীয় দিনে ৬৬টি যানবাহন জব্দ ও ১৮টি মামলা হয়েছে।
মঙ্গলবার সকাল ৮টা থেকে নগরীর বিভিন্ন এলাকায় পুলিশ সদস্যরা অবস্থান নিয়ে অভিযান শুরু করেন। বেলা ১১টা পর্যন্ত ৪৫টি ব্যাটারিচালিত রিকশা, ৪টি সিএনজি অটোরিকশা, ৩টি লেগুনা, ১২টি মোটরসাইকেল ও ২টি ট্রাক আটক করা হয়।
দেয়া মামলাগুলোর মধ্যে সিএনজির বিরুদ্ধে ১০টি, মোটরসাইকেলের বিরুদ্ধে ৪টি, ট্রাকের বিরুদ্ধে ৩টি এবং মাইক্রোবাসের বিরুদ্ধে একটি মামলা রয়েছে।
এসএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, সড়কে শৃঙ্খলা ফেরাতে এসএমপি পাঁচটি নির্দেশনা দেয়। এর আওতায় ব্যাটারিচালিত রিকশা, রেজিস্ট্রেশনবিহীন যান এবং ভুয়া নম্বর প্লেটধারী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়। এছাড়া নির্ধারিত স্ট্যান্ড ছাড়া কোথাও অটোরিকশা পার্কিং নিষিদ্ধ এবং মোটরসাইকেল চালক ও আরোহীর জন্য হেলমেট পরা বাধ্যতামূলক করা হয়েছে।
এসএমপি কমিশনার জানিয়েছেন, জনদুর্ভোগ হ্রাস এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে এসব নিয়ম কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।