ঢাকামঙ্গলবার , ৯ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে সাদা পোশাকে অভিযান চালাতে গিয়ে সিআইডি কর্মকর্তাকে ছু রি কা ঘা ত

rising sylhet
rising sylhet
ডিসেম্বর ৯, ২০২৫ ৫:০৬ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- সিলেট নগরের সাগরদীঘিরপাড় এলাকায় সাইবার মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর এক উপপরিদর্শক (এসআই)।

ঘটনাটি ঘটে সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে। গুরুতর আহত এসআই খুরশেদ আলমকে দ্রুত সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাতেই জরুরি অস্ত্রোপচার সম্পন্ন করা হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

সিলেটের বিশেষ পুলিশ সুপার (সিআইডি) সুজ্ঞান চাকমা জানান, সাইবার অপরাধ মামলায় পরোয়ানাভুক্ত এক ব্যক্তিকে ধরতে সাদা পোশাকে অভিযান পরিচালনা করা হচ্ছিল। এসময় সন্দেহভাজন ব্যক্তি পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টা করে এবং এসআই খুরশেদের ওপর ছুরিকাঘাত চালায়।

তিনি আরও বলেন, রাতের মধ্যেই অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। আহত কর্মকর্তার বুকের একটি গুরুত্বপূর্ণ শিরা কেটে যাওয়ায় দ্রুত অস্ত্রোপচার করতে হয়েছে। বিষয়টি নিয়ে পরে আনুষ্ঠানিক ব্রিফিং দেওয়া হবে।

এদিকে, কোতোয়ালি থানার ওসি খান মো. মাঈনুল জাকির জানিয়েছেন, ঘটনাটি নিয়ে মামলার প্রক্রিয়া চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।