
রাইজিংসিলেট- সিলেটের সুরমা গেট এলাকা থেকে সাইদুল ইসলাম (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছে ৪৬ পিস ইয়াবা পাওয়া গেছে বলে জানানো হয়েছে।
সিলেট মহানগর পুলিশ শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছে। পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে শাহপরাণ থানার সুরমা গেটের বাইপাস পয়েন্টে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
সাইদুল ইসলাম সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানার জয়কলস ইউনিয়নের ডুংড়িয়া গ্রামের ফজলুল হক মালদারের ছেলে।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং ১২/১৩/১২/২৫) দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।