ঢাকাবৃহস্পতিবার , ১১ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন

সিলেটে সেই অবাঞ্ছিত ফুটবলারদের সাজা শিথিল করেছে রেফারীজ এসোসিয়েশন

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ১১, ২০২৫ ৭:২৩ অপরাহ্ণ
Link Copied!

ads

সিলেট জেলা প্রশাসক গোল্ডকাপ আনঃউপজেলা ফুটবল টুর্নামেন্টে দুটি ম্যাচে খেলোয়ারদের সাথে রেফারিদের অনাকাক্সিক্ষত ঘটনার জেরে ১১ ফুটবলারকে সিলেট বিভাগে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। তা থেকে সরে এসে সাধারণ ক্ষমা ও তাদের সাজা কমিয়ে দিয়েছে সিলেট জেলা রেফারি এসোসিয়েশন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে সিলেট বিভাগীয় ক্রিড়া কমপ্লেক্সের জিমনেশিয়াম হলে এক সভায় এ সিদ্ধান্ত হয়।
অভিযুক্তের আবেদনের প্রেক্ষিতে পূর্ণ বিবেচনা ও তদন্তের জন্য ৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। তাদের তদন্ত রিপোর্টের ভিত্তিতে চার জেলার রেফারীজ এসোসিয়েশনের নেতৃবৃন্দ খেলোয়াড়দের বিষয়ে সিদ্ধান্ত নেন।

বিশ্বনাথের মায়েদুল, তাসিন, সামসুদ্দিন, অন্তর ও গোয়াইনঘাটের শরিফ ও নাইমদের খেলা পারিচালনা হতে সিলেট বিভাগের রেফারীরা এক মাস খেলা পারিচালনা হতে বিরত থাকবেন। অন্যানদের সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়।

সিলেট জেলা রেফারি এসোসিয়েশনের সদস্য সচিব আব্দুল আজিমের সভাপতিত্বে ও এসোসিয়েশনের সদস্য, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জাতীয় রেফারি হোসাইন আহমদ হাছান এবং ধারাভাষ্যকার কামরান আহমদের যৌথ পরিচালনায় সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন, মৌলভীবাজার জেলা রেফারিজ এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক মুসা আহমদ সুইট।

বক্তব্য রাখেন, সিলেট জেলা রেফারি এসোসিয়েশনের সদস্য আবুল হাসনাত, আমিনুল হক লিটন, সৈয়দ ফয়েজ আহমদ, সিলেট জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি রুবেল আহমদ নান্নু, হবিগঞ্জ জেলা রেফারীজ এসোসিয়েশনের সহ-সভাপতি লায়ন মো. লিটন মিয়া, মৌলভীবাজার জেলা রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান,।

গোয়াইনঘাটের অভিযুক্ত খেলোয়াড়দের পক্ষ থেকে অনাকাক্সিক্ষত ঘটনার বিষয়ে দুঃখ প্রকাশ করেন বিপ্লব ও বিশ্বনাথের খেলোয়াড়দের পক্ষে জগলু।

এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সুনামগঞ্জ রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাতজার ও হবিগঞ্জের সিনিয়র রেফারিবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।