ঢাকাবুধবার , ২৯ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে স্ট্যান্ডে অতিরিক্ত গাড়ি রাখায় যানজট: ব্যবস্থা নেওয়ার নির্দেশ এসএমপি কমিশনারের

rising sylhet
rising sylhet
অক্টোবর ২৯, ২০২৫ ২:০৫ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম জানিয়েছেন, শহরের বিভিন্ন স্থানে নির্ধারিত সীমার বাইরে গাড়ি রাখা হচ্ছে। তাঁর ভাষায়, “যেখানে পাঁচটি গাড়ি রাখার অনুমতি রয়েছে, সেখানে অনেক ক্ষেত্রে ৩০টি পর্যন্ত গাড়ি রাখা হচ্ছে। এতে রাস্তাগুলো সরু হয়ে যাচ্ছে ও যানজট বাড়ছে।”

তিনি আরও বলেন, “সরকারি জায়গা দখলমুক্ত করে সড়ক প্রশস্ত করার উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে সিটি করপোরেশন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে কার্যকর ব্যবস্থা নিতে বলা হয়েছে।”

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় এসএমপি সদর দপ্তরের কনফারেন্স রুমে নগরীর গণপরিবহন ব্যবস্থা উন্নয়নে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন পুলিশ কমিশনার। সভায় সভাপতিত্ব করেন তিনিই।

আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, “সিলেট একটি পর্যটননগরী। পর্যটনের বিকাশে নিরাপদ, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলা সময়ের দাবি। বর্তমানে অনেক পরিবহন অতিরিক্ত ভাড়া নিচ্ছে, এমনকি মাঝপথে যাত্রীদের হয়রানি বা ছিনতাইয়ের ঘটনাও ঘটছে। এসব সমস্যার সমাধানে নতুন গণপরিবহন ব্যবস্থার উদ্যোগ নেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, গণপরিবহন নীতিমালা প্রণয়নের আগে জেলা প্রশাসন, সিটি করপোরেশন, বিআরটিএসহ সংশ্লিষ্ট সব পক্ষের মতামত নেওয়া হবে এবং পরবর্তী পর্যায়ে তা বাস্তবায়ন করা হবে।

কমিশনারের আশা, এই ব্যবস্থা চালু হলে যাত্রীদের সময় ও ভাড়া দুটোই সাশ্রয় হবে, ভ্রমণ হবে আরামদায়ক, এবং নগরীর ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা আসবে। এতে সিলেট আধুনিক ও পরিকল্পিত শহর হিসেবে গড়ে উঠবে।

সভায় এসএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, ব্যবসায়ী নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, দোকান মালিক সমিতির সদস্য, নারী উদ্যোক্তা, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধি এবং সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।