ঢাকাবৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে হকারমুক্ত সড়কের দাবিতে গোলটেবিল

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ২৫, ২০২৫ ৬:৪৫ অপরাহ্ণ
Link Copied!

ads

মাল্টি-পার্টি অ্যাডভোকেসি ফোরাম (MAF)- সিলেট এর উদ্যোগে হকারমুক্ত সড়ক করার দাবিতে শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ( ২৫ সেপ্টেম্বর) সকালে নগরের অভিজাত হোটেলে এর হলরুমে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক ডিসি মোহাম্মদ মাহফুজুর রহমান, জেলা বিএনপির সহ সভাপতি সামিয়া বেগম চৌধুরি, কমিউনিস্ট পার্টির সিলেট জেলার সভাপতি সৈয়দ ফরহাদ হাসান, জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুবুর রব ফয়সাল, যুগ্নসাধারন সম্পাদক আবদুল কাশেম,জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফাহিমা আহমদ কুমকুম, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক ফাতেমা জামান রোজি,এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য কিবরিয়া সরোয়ার,নাগরিক সমাজের প্রতিনিধি,সাংবাদিক,এবং যুব প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন, ডেমেক্রেসিইন্টারন্যাসনালের সিনিয়র রিজওনাল ম্যানেজার জনাব আসমা আকতার।

বক্তারা বলেন, হকারদের কারণে সিলেটের সংকীর্ণ সড়কগুলোতে যানজট ও বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, যা পর্যটক ও সাধারণ নাগরিক উভয়ের ভোগান্তির কারণ। এ সমস্যার সমাধানে কেবল উচ্ছেদ নয়, বরং বিকল্প জীবিকার সুযোগ সৃষ্টির মাধ্যমে হকারদের পুনর্বাসনের উদ্যোগ জরুরি এবং নিয়মিত মোবাইল কোট বসানো গেলে ফুটপাতে হকার বসতে পারবে না, মালামাল জব্দ ও জরিমানার ভয়ে। এছাড়াও বক্তারা দাবি জানান স্কুলের সামনে যেনো কোনো হকার না বসেন।

সিলেট সিটি কর্পোরেশনের যে ,কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে, তা যেনো ধাপে ধাপে বাস্তবায়ন করা এই দাবি জানানো হয়।

এসময় ডিসি নগরবাসীর সুবিধা অসুবিধার ব্যাপারে আলোচনা করেন। এছাড়াও তিনি নগরবাসীর কাছে কিছু সহায়তার আহ্বান জানান এই ব্যাপারে তিনি বলেন , সিলেট শহরে যতোটি ৫ তলা ভবন রয়েছে সেগুলোর নিচে পার্কিং এর ব্যবস্থা করতে হবে এবং দলীয় নেতৃবৃন্দদের কাছে সিলেট শহরকে সুন্দর করতে সহযোগিতা চেয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।