
রাইজিংসিলেট- সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পার্কিংয়ে থাকা একটি সরকারি অ্যাম্বুলেন্স এবং কুমারগাঁও বাসস্ট্যান্ডে রাখা একটি পরিত্যক্ত বাসে অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন দিয়েছে।
রবিবার (১৬ নভেম্বর) গভীর রাতে আড়াইটা থেকে সাড়ে ৩টার মধ্যে দুই জায়গায় এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে এতে কেউ আহত হয়নি।
হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা যায়—দুটি মোটরসাইকেলে পাঁচ তরুণ পার্কিং এলাকায় ঢুকে অ্যাম্বুলেন্সে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। পুলিশ ভিডিও সংগ্রহ করে জড়িতদের শনাক্তের কাজ শুরু করেছে।
সিলেট ফায়ার সার্ভিসের ফায়ার লিডার মোহাম্মদ ফজল মিয়া জানান, রাত ৩টা ৫০ মিনিটে কুমারগাঁও বাসস্ট্যান্ডে একটি বাসে আগুন লাগানোর খবর আসে। সেখানে গিয়ে তাদের একটি দল আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, হাসপাতালের সচল অ্যাম্বুলেন্সটি সম্পূর্ণ পুড়ে গেছে, যদিও চাকাগুলো অক্ষত রয়েছে। কুমারগাঁওয়ের বাসটি ছিল পরিত্যক্ত।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মিজানুর রহমান চৌধুরী বলেন, অ্যাম্বুলেন্সটি পুরোপুরি নষ্ট হয়ে গেছে এবং ঘটনাটি নিয়ে মামলা দায়ের করা হবে।