
রাইজিংসিলেট- সিলেটের কানাইঘাটে টাকা লেনদেন নিয়ে বিরোধের জেরে যুবক সাইফুল ইসলামকে হত্যার ঘটনায় পলাতক প্রধান আসামি শাকিল আহমদ (২২)–কে নারায়ণগঞ্জ থেকে আটক করেছে র্যাব। সোমবার (৮ ডিসেম্বর) তাকে র্যাব-৯ ও র্যাব-১১-এর যৌথ অভিযানে সোনারগাঁওয়ের ঝাউচর মেঘনাঘাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে কানাইঘাট থানায় হস্তান্তরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
র্যাব জানায়, কানাইঘাটের রাতছড়া এলাকার সাইফুল ইসলাম ও শাকিলের মধ্যে দুই লাখ টাকা লেনদেন নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার দিন, ৩০ নভেম্বর বিকেলে শাকিল সাইফুলকে বাড়ি থেকে ডেকে নিয়ে দনা বাজার এলাকায় যান। সন্ধ্যার পর সাইফুলের ভাই মোটরসাইকেল চালকের মাধ্যমে জানতে পারেন যে শাকিল সাইফুলকে আবার তাদের বাড়ির দিকে নিয়ে গেছে।
মোটরসাইকেল চালক কিছুক্ষণ অপেক্ষার পর সাইফুল না ফেরায় শাকিলের বাড়িতে গেলে দেখেন, সাইফুলকে বেঁধে মারধর করা হচ্ছে। এক পর্যায়ে শাকিল ধারালো অস্ত্র দিয়ে সাইফুলের বুকে আঘাত করে। অন্যরাও তাকে বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করে। পরে সাইফুলকে হাত-পা বাঁধা অবস্থায় বাড়ির পাশের জঙ্গলে ফেলে রাখা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।