ঢাকাসোমবার , ২৮ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ১৩৬ মা ম লা, আসামি প্রায় ৩০ হাজার: তদন্তে ধীরগতি ও হতাশা

rising sylhet
rising sylhet
জুলাই ২৮, ২০২৫ ৪:১৫ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- সিলেটে ১৩৬ মা ম লা, আসামি প্রায় ৩০ হাজার: তদন্তে ধীরগতি ও হতাশা। ২০২৫ সালের ৫ আগস্টের পটপরিবর্তনের পর সারাদেশে দায়ের হওয়া মামলার অংশ হিসেবে সিলেটে দায়ের হয়েছে ১৩৬টি মামলা, যার মধ্যে ১৬টি হত্যা মামলা। এসব মামলায় আসামি করা হয়েছে প্রায় ৩০ হাজার জনকে। তবে এক বছরে গ্রেফতার মাত্র ৩০০ জন। তদন্তে দৃশ্যমান অগ্রগতি না থাকায় হতাশা ছড়িয়েছে শহীদ পরিবার, বাদী ও আইনজীবীদের মধ্যে।

অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহীদুল ইসলাম বলেন, তদন্তে রয়েছে গাফিলতি; অনেক গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ হয়নি। এতে ন্যায়বিচার প্রশ্নবিদ্ধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এনসিপি সিলেটের প্রধান সমন্বয়কারী নাজিম উদ্দিন শাহান বলেন, স্পর্শকাতর মামলাগুলোতে যথাযথ তদন্ত না হলে এর দায় সংশ্লিষ্টদের।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র রুদ্র সেন, সাংবাদিক আবু তুরাবসহ অনেক শহীদের পরিবার তদন্ত অগ্রগতি নিয়ে উদ্বিগ্ন। পুলিশ প্রশাসন দাবি করছে, তদন্ত চলছে এবং কিছু মামলা চার্জশিট পর্যায়ে।

তথ্য অনুসন্ধানে জানা যায়, সিলেট জেলার থানায় প্রায় ৯,৫০০ এবং মেট্রোপলিটনে ২০,০০০ এর বেশি আসামি। এজাহারনামীয় ও অজ্ঞাত আসামির সংখ্যা যথাক্রমে প্রায় ৮,৮০০ ও ২০,০০০-এর কাছাকাছি।

গুরুত্বপূর্ণ মামলাগুলোর মধ্যে শীর্ষ আসামির তালিকায় রয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ এবং সিলেটের অপসারিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। তাদের বিরুদ্ধে একাধিক হত্যা ও বিস্ফোরক মামলার অভিযোগ রয়েছে।

সারসংক্ষেপ: সিলেটে গণঅভ্যুত্থান-পরবর্তী মামলায় হাজারো আসামির বিরুদ্ধে অভিযোগ থাকলেও তদন্তে ধীরগতি ও বিচারহীনতার আশঙ্কা তীব্র হচ্ছে। প্রশাসনের আশ্বাস থাকলেও বাস্তবে অগ্রগতি খুবই সীমিত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।