
রাইজিংসিলেট- সিলেটে ২৪ ঘণ্টায় ডেঙ্গু শনাক্ত ৩ জন, করোনায় নেই নতুন সংক্রমণ। সিলেটে ডেঙ্গুর প্রভাব আবারও বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। ফলে জেলার মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৮ জনে। বর্তমানে ৯ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১২ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগের চার জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা হলো: সিলেটে ২৪ জন, সুনামগঞ্জে ৯ জন, মৌলভীবাজারে ১৫ জন এবং হবিগঞ্জে ৩০ জন।
এদিকে, করোনাভাইরাস সংক্রমণের দিক থেকে স্বস্তির খবর পাওয়া গেছে। গত এক দিনে সিলেটে নতুন করে কোনো করোনা রোগী শনাক্ত হয়নি। এ বছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩০ হলেও, বর্তমানে জেলায় কেউ করোনায় আক্রান্ত অবস্থায় চিকিৎসাধীন নেই।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।