
রাইজিংসিলেট- সিলেট অঞ্চলে ৩ দিন ব্যাপী ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস। সিলেট অঞ্চলে আগামী ৭২ ঘণ্টায় ভারি থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ শনিবার (২ জুলাই) থেকে সোমবার (৪ জুলাই) পর্যন্ত এই প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন একজন আবহাওয়া বিশেষজ্ঞ।
প্রকাশিত তথ্য অনুযায়ী, সিলেট বিভাগের বিশেষত সুনামগঞ্জ ও সিলেট জেলার সীমান্তবর্তী মেঘালয় সংলগ্ন উপজেলাগুলোর – যেমন ছাতক, বিশ্বম্ভরপুর, কোম্পানিগঞ্জ, জৈন্তাপুর – উপরে প্রবল বৃষ্টিপাত হতে পারে। এই এলাকাগুলোতে বৃষ্টির পরিমাণ ৩০০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এছাড়াও মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
সিলেটের পাশাপাশি চট্টগ্রাম অঞ্চলেও ভারি বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।