সিলেট ইয়াং স্টার কেন্দ্রীয় কমিটি অর্থ সম্পাদক শহীদুল ইসলাম নোমানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) রাত ৯টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবর্ধনা প্রদান হয়।
সিলেট ইয়াং স্টার কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রাসেল আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক যুব সংগঠক আলী আহসান হাবীবের পরিচালনায় প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট ইয়াং স্টার এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এমদাদুল হক তালুকদার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি সিলেট ইয়াং স্টার কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম নোমান, সংগঠনের সিনিয়র সহ সভাপতি জুনায়েদ আহমেদ, প্রতিষ্ঠাকালীন সহ সভাপতি মিজানুল হক, সাবেক সহ সভাপতি আব্দুল মতিন, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহমেদ দিপু, প্রচার সম্পাদক রাজীব হোসাইন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো: মুস্তাফিজুর রহমান, সমাজসেবা বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহ আলম, ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম, আপ্যায়ন বিষয়ক সম্পাদক আতাউর রহমান, সহ ত্রাণ ও পূনবার্সন বিষয়ক সম্পাদক মনির মিয়া, সদস্য মাহমুদুল হাসান সুজন, হাফিজুর রহমান, আব্দুর রহমান আবির,সারোয়ার হোসেন সুজন, সাইফুল বারী, কাউসার আহমেদ, মামুন প্রমুখ।
বক্তারা বলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য শহীদুল ইসলাম নোমান ইউরোপের দেশ পর্তুগাল স্থায়ীভাবে গেলেও সংগঠনের জন্য অতীতের ন্যায় কাজ করে যাবেন। সবাই নোমানের উজ্জ্বল ভবিষ্যত ও সফলতা কামনা করেন। অনুষ্ঠান শেষে সবার মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা আব্দুস শুক্কুর।