সিলেটে গত কিছু দিনে পৃথক পৃথক স্থান থেকে ৫ কিশোর নিখোঁজের খবর পাওয়া গেছে। নিখোঁজ কিশোরদের বয়স ১৩/১৯ বছরের মধ্যে। নিখোঁজের ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথকভাবে জিডি করেছেন অভিভাবকেরা।
নিখোঁজ কিশোরদের মধ্যে ৪ জনের কোনো সন্ধান পাওয়া যায়নি। কেবল জকিগঞ্জ থেকে নিখোঁজ হওয়া মাদরাসা ছাত্র মো. মাহফুজুর রিফাতকে (১৬) হুমায়ুন রশিদ চত্বর থেকে মঙ্গলবার (১০ অক্টোবর) রাতে উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, মাদ্রাসায় পড়বে না বলে সে নিজে থেকে পালিয়েছিলো।
অপর ৪ নিখোঁজ হলেন, জালিজ মাহমুদ ওরফে সিয়াম (১৬), মো. উসমান আহমদ (১৩) ও মো. ইয়ামিন হামিম (১৯), মোহাম্মদ মারজান(১৫),মো. মাহফুজুর রাহমান রিফাত।
জানা গেছে, সুনামগঞ্জের ছাতক উপজেলা কালারুকা ইউনিয়নের তাজপুর গ্রাম নিখেল মিয়ার ছেলে মারজান (১৫) গত বুধবার (১১ অক্টোবর ) সকালে ছাতকের তাজপুর থেকে নিখোঁজ হয়। এরপর অনেক খোঁজাখোঁজি পর না পেয়ে থানার জিডি নং- ৬৮৯। সব দিকে খোঁজাখোঁজি করেও তাকে পাওয়া যাচ্ছে না।গ্রাম তাজপুর ইউনিয়ন , থানা ছাতক জেলা সুনামগঞ্জ।
জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের ডেমারগ্রামের মো. মাহফুজুর রাহমান রিফাত ৪ অক্টোবর থেকে নিখোঁজ। সে হাফেজ মাওলানা আবদুল বাসিতের ছেলে। মাহফুজুর সিলেটের গোলাপগঞ্জ উপজেলার একটি মাদ্রাসায় হিফজ বিভাগে পড়ত। ঐদিন বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশে বের হওয়ার পর তার কোনো খবর পাওয়া যায়নি। এ ঘটনায় সোমবার (৯ অক্টোবর) জকিগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করে তার পরিবার।
সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের মো. উসমান আহমদ ২৬ সেপ্টেম্বর থেকে নিখোঁজ । সে রুস্তমপুর বীরমঙ্গল জামকান্দি গ্রামের হানিফ আলীর ছেলে। উসমান স্থানীয় জামকান্দি নুরুল উলুম মাদানি মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় উসমানের বাবা হানিফ আলী গোয়াইনঘাট থানায় ২৮ সেপ্টেম্বর সাধারণ ডায়েরি করেন।
জানা গেছে, জালিজ মাহমুদ সিয়াম শাহপরাণ থানার রুস্তমপুর এলাকা থেকে গত ১৯ সেপ্টেম্বর নিখোঁজ হয়। সে সিলেটের পীরেরবাজার এলাকার জহিরিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। বরিশালের উজিরপুর গাজীরপাড়া গ্রামের ফরিদুল ইসলাম ও সুলতানা বেগম দম্পতির ছেলে। সিলেটের খাদিমনগর রুস্তামপুর আবাসিক এলাকায় মামা সোহাগ হাওলাদারের বাসায় থেকে পড়াশোনা করত। জালিজের নিখোঁজ ঘটনায় শাহপরাণ (রহ.) থানায় ২০ সেপ্টেম্বর জিডি করেন তার মামা।
মো. ইয়ামিন হামিম নামের কিশোর সোমবার (৯ অক্টোবর) রাত ৯টার পর বাড়ি থেকে বের হয় সিলেটের কদমতলি আসার জন্য। তারপর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। তার বাড়ি সিলেট মহানগরের ৪২ নম্বর ওয়ার্ডের শেখপাড়ায়। হামিমের বাবা বলেন, তার ছেলে দক্ষিণ সুরমার শাহপরাণ সরকারি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিয়েছে। বুধবার (১১ অক্টোবর) সকালে তিনি মোগলাবাজার থানায় সাধারণ ডায়েরি করেছেন।