ঢাকামঙ্গলবার , ২২ এপ্রিল ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রায়হানুল, সম্পাদক মাহমুদ

rising sylhet
rising sylhet
এপ্রিল ২২, ২০২৫ ৩:৫২ অপরাহ্ণ
Link Copied!

ads

আইনুল হক, সি.কৃ.বি. প্রতিনিধি :সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (সিকৃবিসাস) নয় সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি পদে দৈনিক দেশ রূপান্তর’র সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়( সিকৃবি) প্রতিনিধি এস এম রায়হানুল নবী ও সাধারণ সম্পাদক পদে এডুকেশন টাইমস’র প্রতিনিধি মাহমুদুর রহমান নির্বাচিত হয়েছেন। আগামী ২০২৪-২৫ সেশনের জন্য এই কমিটি ঘোষণা করা হয়।

 

মঙ্গলবার (২২ এপ্রিল ) দুপুরে সিকৃবি টিএসসিতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের কার্যালয়ে পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার ও জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক কৃষিবিদ খসরু মোহাম্মদ সালাউদ্দিন উপস্থিতিতে এই কমিটি ঘোষণা করা হয়। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির গঠনতন্ত্র অনুযায়ী কার্যনির্বাহী পরিষদের একাধিক প্রার্থী না থাকায় ৯ টি(নয়) পদের সবকটিতে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন—
দপ্তর সম্পাদক: মো: মাসুদুর রহমান খোন্দকার,অর্থ সম্পাদক: আইনুল হক,নির্বাহী সদস্য: আদিব হাসান প্রান্ত।এছাড়া সাধারণ সদস্য হিসেবে রয়েছেন—মোঃ মোবাশশির রহমান, মোঃ আল আমিন বাপ্পী, তামীম জামান এবং কামরুজ্জামান সজীব।

সিকৃবিসাস’র নবনির্বাচিত সভাপতি এস এম রায়হানুল নবী বলেন,সাংবাদিক সমিতির সভাপতি নির্বাচিত হওয়া আমার জন্য এক গৌরবময় দায়িত্ব ও চ্যালেঞ্জ।এই পদকে আমি শুধু সম্মান নয়, একটি নৈতিক দায়িত্ব হিসেবে গ্রহণ করেছি।
সত্য, ন্যায় ও জনকল্যাণের পক্ষে আমাদের কলম চলবে—নির্ভীকভাবে, অবিচলভাবে।

পরিবর্তিত বাংলাদেশের প্রেক্ষাপটে যে সীমাবদ্ধতা ছিলো তা কাটিয়ে উঠে নতুনভাবে শুরু করতে পারবে।কমিটির সকলেই বস্তুনিষ্ট সংবাদ প্রচারে সাহসী ভূমিকা পালন করবে এই আশাবাদ ব্যক্ত করছি।

ধন্যবাদ জানাচ্ছি তাদের যারা গত কমিটিতে ছিলেন।

সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান বলেন,সংবাদপত্রকে সমাজের আয়না বা দর্পন বলা হলেও বিগত ১৬ বছর তার প্রতিফলন এ দেশে ঘটেনি।ফ্যাসিবাদ কায়েম হয়েছিল মিথ্যা ও চাটুকার যুক্ত সাংবাদিকতার জন্য।প্রায় সকল ক্যাম্পাসের সাংবাদিকতায় ছিল স্বৈরাচার গোষ্ঠীর প্রভাব।

সত্য সংবাদ প্রকাশে সাংবাদিকদের ওপর এসেছে নানা হুমকি ও জুলুম।

চব্বিশের স্বাধীনতা পরবর্তী নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে আমরা সৎ ও নিরপেক্ষ সাংবাদিক হবার অঙ্গীকারবদ্ধ।বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে দেশের মাঝে আমাদের ক্যাম্পাসকে উপস্থাপন করতে চাই।

সর্বোপরি আমার এই দায়িত্বের জন্য যাদের সহযোগিতা ছিল তাঁদের প্রতি অনেক কৃতজ্ঞতা ও নব কমিটির সকলকে জানাই অভিনন্দন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।