ঢাকাশনিবার , ১২ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘শহীদ মুগ্ধ কর্নার’ উদ্বোধন

rising sylhet
rising sylhet
জুলাই ১২, ২০২৫ ৫:১৭ অপরাহ্ণ
Link Copied!

ads

আইনুল হক, সি.কৃ.বি. প্রতিনিধি :জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধের স্মরণে সুপেয় পানির ব্যবস্থা করে সিকৃবিতে (সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়) ‘শহীদ মুগ্ধ কর্নার’ উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার (১২ জুলাই) বিকেল দেড়টায় সিকৃবির কেন্দ্রীয় গ্রন্থাগার সংলগ্নে উপাচার্য প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম ‘শহীদ মুগ্ধ কর্নার’-এর নামফলক উন্মোচন করেন।

এ সময় সিকৃবির ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী,ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর কার্যালয়ের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার সহ বিভিন্ন অনুষদীয় ডিন, বিভিন্ন দপ্তরের পরিচালক, হল প্রভোস্ট, রেজিস্ট্রার, দপ্তর প্রধান সহ শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য বলেন,
“জুলাইয়ে শহীদ মুগ্ধর আত্মত্যাগের স্বরণে আমরা এই নামকরণ করেছি।পানি নেওয়ার ব্যাবস্থা আগেও ছিলো।আমরা আরও বড় পরিসরে পানি নেওয়ার ব্যাবস্থা করেছি, সৌন্দর্য বর্ধন করেছি। এখান থেকে পানি নেওয়ার অধিকার ছাত্র,শিক্ষক,কর্মকর্তা-কর্মচারী সবার।

তিনি আরো বলেন,আমরা জুলাই মাসব্যাপী উৎযাপনের আয়োজন করছি।শহীদ মুগ্ধ জুলাইয়ে যেমন বলেছে, পানি লাগবে পানি? আমরা তাঁর স্বরণেই এই নিরাপদ পানির কর্ণারের নাম ‘শহীদ মুগ্ধ কর্ণার’ করেছি। মীর মুগ্ধ সবার, আশা করি সামনে এই নাম অপরিবর্তিত থাকবে।”

উল্লেখ্য,জুলাই গণঅভ্যুত্থান পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫ এর আওতায় সিকৃবির জাতীয় দিবস উদযাপন কমিটির জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আর্সেনিক ও আইরন মুক্ত বিশুদ্ধ খাবার পানি সরবরাহের জন্য এই উদ্যোগ নেয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।