ঢাকাবৃহস্পতিবার , ৬ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মানের গবেষণাগার উদ্বোধন

rising sylhet
rising sylhet
নভেম্বর ৬, ২০২৫ ৫:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) আধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতি সমৃদ্ধ একটি আন্তর্জাতিক মানের গবেষণাগারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। নতুন এই ল্যাবের মাধ্যমে শিক্ষক ও শিক্ষার্থীরা আরও উন্নতমানের গবেষণা পরিচালনার সুযোগ পাবেন।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১০টায় ভেটেরিনারি অনুষদ ভবন-০২ এর তৃতীয় তলায় অবস্থিত ল্যাবটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম। যুক্তরাষ্ট্রের বোস্টনভিত্তিক অলাভজনক সংস্থা সিডিং ল্যাবস (Seeding Labs) এর সহায়তায় স্থাপিত এই গবেষণাগারে রয়েছে ফ্লো সাইটোমিটার, পিসিআর মেশিন, ইলেক্ট্রোফোরেসিস সিস্টেম, স্পেকট্রোমিটার, মাইক্রোপ্লেট রিডার, অটোক্লেভ ও বায়োসেফটি ক্যাবিনেটসহ নানা আধুনিক যন্ত্রপাতি।

ভেটেরিনারি অনুষদের ডেইরি সায়েন্স বিভাগ এই ল্যাবটির পরিচালনা ও তত্ত্বাবধান করছে। বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. ফেরদৌস মো. আলতাফ হোসেন জানান, এখানে ডিএনএ ও আরএনএ বিশ্লেষণ, প্রোটিন ও কোষীয় স্তরের গবেষণা, এবং পশুর সংক্রামক ও টিকা-সম্পর্কিত রোগ শনাক্তকরণের কাজ করা যাবে। স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীরাও তাদের গবেষণার অংশ হিসেবে এই ল্যাব ব্যবহার করতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম বলেন,

“এই ল্যাবের কার্যকর ব্যবহার বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। এটি আরও আগে চালু হলে আমরা গবেষণাক্ষেত্রে আরও অনেক দূর এগিয়ে যেতে পারতাম। এখন থেকে যেন সবাই এ ল্যাবের সুযোগ গ্রহণ করে, সেটিই আমার প্রত্যাশা।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) এর উচ্চতর গবেষণা সহায়তা কর্মসূচির মনিটরিং কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. আবেদ চৌধুরী, বাংলাদেশ ফুড সেফটি অথরিটির সদস্য প্রফেসর ড. মোহাম্মদ শোয়েব, সিকৃবির রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) প্রফেসর ড. মো. আসাদ-উদ-দৌলা এবং ভেটেরিনারি অনুষদের ডিন প্রফেসর ড. এএসএম মাহবুবসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।