সকল পাথর কোয়ারি থেকে পাথর উত্তোলন পুনরায় চালুর পদক্ষেপ গ্রহণ করায় বর্তমান সরকারকে সিলেট চেম্বারের পক্ষ থেকে ধন্যবাদ ।
দেশের বৃহৎ স্বার্থে পাথর উত্তোলন পুনরায় চালু করার লক্ষ্যে দীর্ঘদিন যাবৎ সরকারের বিভিন্ন পর্যায়ে দাবী জানিয়ে আসছিল দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। এ লক্ষ্যে সিলেট চেম্বারের পক্ষ থেকে ইতোপূর্বে সরকারের বিভিন্ন পর্যায়ে পত্র প্রেরণ এবং বিভিন্ন ফোরামে পাথর কোয়ারীগুলো খুলে দেওয়ার আহবান জানিয়েছেন সিলেট চেম্বার নেতৃবৃন্দ। পাথর উত্তোলন পুনরায় চালু হলে পাথর কোয়ারীর নদীগুলোর নাব্যতা বৃদ্ধি পাবে, এতে সিলেটে প্রতিবছর বন্যার গ্রাস কিছুটা কমে আসবে।
সিলেট বিভাগের সকল পাথর কোয়ারী থেকে পাথর উত্তোলন পুনরায় চালুর লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ করায় সিলেটের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পক্ষ থেকে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়েছে।
এছাড়াও নির্মাণ শিল্পের অপরিহার্য্য উপকরণ পাথরের মূল্য হ্রাস পাবে এবং পাথর শ্রমিকরা পুনরায় কাজে ফিরতে পারবে। সর্বোপরি দেশ ও জনগণের সার্বিক কল্যাণের বিষয়টি বিবেচনায় নিয়ে যথাশীঘ্র সম্ভব সিলেটের পাথর কোয়ারিগুলোতে পাথর উত্তোলন পুনরায় চালুর লক্ষ্যে বর্তমান সরকারের প্রতি আহবান জানিয়েছেন সিলেট চেম্বার নেতৃবৃন্দ।