রাইজিংসিলেট- সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদ আগামী ১ নভেম্বর সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন আয়োজনের দাবি তুলেছে।
বুধবার (২৯ অক্টোবর) রাত ৮:৩০ মিনিটে সিলেট নগরীর দরগাগেইটে অবস্থিত একটি হোটেলে জরুরি সংবাদ সম্মেলনে পরিষদের নেতারা এই দাবি জানান।
চেম্বারের সভাপতি পদপ্রার্থী ফালাহ উদ্দিন আলি আহমদ সংবাদ সম্মেলনে বলেন, “চেম্বারের কার্যক্রম স্থবির থাকায় সিলেটের অর্থনীতির গতিবেগ বন্ধ হয়ে গেছে। তাই দ্রুত নির্বাচন আয়োজন করা হলে চেম্বারের কার্যক্রম পুনরায় সচল হবে এবং অর্থনীতি দ্রুত গতি পাবে।”
এ বিষয়ে উল্লেখ্য, বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন–১ শাখা ২৬ অক্টোবর এক চিঠির মাধ্যমে চেম্বার নির্বাচন স্থগিতের নির্দেশ দিয়েছিল। চিঠিতে বলা হয়, তালিকা যাচাই–বাছাইয়ের কারণে নির্বাচন পুনঃনির্ধারণ করা হবে।
পরিবর্তন হিসেবে, সম্মিলিত ব্যবসায়ী পরিষদের নেতারা সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করেছেন এবং স্থগিতাদেশ প্রত্যাহারের জন্য স্মারকলিপি জমা দিয়েছেন। তাদের দাবি, মন্ত্রণালয়ে দায়ের করা অভিযোগ প্রত্যাহার হলে নির্বাচন আয়োজনের সুযোগ তৈরি হবে।
এদিকে, হাইকোর্ট একটি রিট আবেদনের পর সিদ্ধান্ত দিয়েছে যে নির্বাচনে কোনো বাধা নেই। তাই জেলা প্রশাসক যদি প্রস্তুতি অনুমোদন দেন, তবে ১ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।
পরিষদের নেতারা বলেছেন, সকল আইনি জটিলতা শেষ হয়ে গেছে, তাই নির্বাচনের তারিখের মধ্যে ভোট আয়োজন করা উচিত।
এবারের নির্বাচনে দুইটি প্যানেল—সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদ এবং সিলেট ব্যবসায়ী ফোরাম—মিলে মোট ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।