
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশের অবকাঠামো উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে ইটভাটা শিল্পের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই শিল্পকে টিকিয়ে রাখতে বাস্তবসম্মত নীতিমালা প্রণয়ন, হয়রানি বন্ধ এবং পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারে রাষ্ট্রীয় সহায়তা নিশ্চিত করা জরুরি। বর্তমান সময়ে ইটভাটা মালিকরা নানা সংকটের মুখে রয়েছেন। লাইসেন্স নবায়ন, পরিবেশগত ছাড়পত্র, জ্বালানি সংকটসহ নানা প্রশাসনিক জটিলতায় এ শিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অথচ এই শিল্পের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে লাখো শ্রমিক ও তাদের পরিবার জড়িত। ইটভাটা শিল্প ধ্বংস হলে কর্মসংস্থান হ্রাস পাবে, যা দেশের সামগ্রিক অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।
তিনি আরও বলেন, বিএনপি সবসময় ব্যবসাবান্ধব ও শিল্পবান্ধব রাজনীতিতে বিশ্বাস করে। অতীতে বিএনপি সরকার ইটভাটা শিল্পসহ ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে কার্যকর উদ্যোগ নিয়েছিল। আগামীতে বিএনপি সরকার গঠন করলে ইটভাটা মালিকদের যৌক্তিক দাবি-দাওয়া গুরুত্বের সঙ্গে বিবেচনা করে পরিবেশ সংরক্ষণ ও শিল্পের স্বার্থের মধ্যে সমন্বয় সাধন করা হবে।
রবিবার (১৪ ডিসেম্বর) দুপুর ২টায় সিলেট জেলা ইট প্রস্তুতকারী মালিক গ্রুপের কার্যালয়ে সিলেট জেলা ইট প্রস্তুতকারী মালিক গ্রুপের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট বিভাগ ইটপ্রস্তুতকারক মালিক গ্রুপের সভাপতি হাজী মোঃ দিলওয়ার হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজী আব্দুল আহাদ এর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন আব্দুল আজিজ।
সভায় বক্তব্য রাখেন সৈয়দ মতিউর রহমান, প্রিন্সিপাল সিরজুল হক আমিনুল ইসলাম মুন্সি, নাসিম হোসাইন, জিয়াউল হক, চন্দন সাহা, ফজলু রহমান, কয়েছ আহমদ, ফখর উদ্দিন, অহিদ মিয়া, নুরুল আমিন, জুবেদুর রহমান ফারুক, মোঃ খলিল মিয়া, মোঃ আব্দুল মুহিত, আলতাফ হোসেন, আরিফ হোসেন প্রমুখ।
মতবিনিময় সভায় ইটভাটা মালিকরা তাদের বিভিন্ন সমস্যা, দাবি ও প্রস্তাবনা তুলে ধরেন। তারা বলেন, বর্তমান নীতিমালার কারণে অনেক ইটভাটা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে, যা নির্মাণ খাতে স্থবিরতা সৃষ্টি করছে। তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত বাস্তবসম্মত সমাধানের দাবি জানান।