
রাইজিংসিলেট- সিলেট শহরের সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং যানজট কমাতে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) পাঁচ দফা নির্দেশনা দিয়েছে। এসব নির্দেশনা বাস্তবায়নে কড়াকড়ি পদক্ষেপ গ্রহণেরও ঘোষণা দেওয়া হয়েছে।
এসএমপির জারি করা নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে:
- ব্যাটারিচালিত রিকশা নিষিদ্ধ — শহরের সড়কে এখন থেকে ব্যাটারিচালিত রিকশা চলাচল সম্পূর্ণরূপে নিষিদ্ধ।
-
রেজিস্ট্রেশনবিহীন ও ভুয়া নম্বর প্লেট যুক্ত যান চলবে না — এসব যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
-
সিএনজি অটোরিকশার জন্য নির্দিষ্ট স্ট্যান্ড — অনুমোদিত স্ট্যান্ডে নির্ধারিত সংখ্যার বেশি সিএনজি রাখা যাবে না এবং অননুমোদিত স্থানে গাড়ি দাঁড় করানো নিষেধ।
-
হেলমেট বাধ্যতামূলক — মোটরসাইকেল চালক ও পেছনের যাত্রী উভয়ের জন্য হেলমেট পরা বাধ্যতামূলক করা হয়েছে।
-
নির্দিষ্ট সময়ে ভারী যানবাহন চলাচল নিষেধ — প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি নগরীতে প্রবেশ করতে পারবে না।
এসএমপি জানিয়েছে, এসব নির্দেশনা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।