ঢাকাবৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেট নগরে চলবে না ব্যাটারিচালিত রিকশা: পুলিশ কমিশনার

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ১৮, ২০২৫ ২:১৯ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- সিলেট মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকশার চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী।

বৃহস্পতিবার দুপুরে নগরের হুমায়ুন রশীদ চত্বর এলাকায় ট্রাফিক আইন মানতে উৎসাহিত করতে মোটরসাইকেল চালকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর সময় তিনি এই ঘোষণা দেন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কমিশনার বলেন, “ব্যাটারিচালিত রিকশাগুলো আসলে অনুমোদিত নয় এবং এগুলো চালানোর ক্ষেত্রে চালকরা প্রশিক্ষিতও নন। তারা ট্রাফিক আইন মানেন না, যেকোনো সময়ে হঠাৎ দিক পরিবর্তন করে বসেন, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়।”

তিনি আরও বলেন, “আইনগতভাবে এই যানবাহনের বৈধতা নেই। তাই মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশা চলাচল করতে পারবে না। নাগরিকদের নিরাপত্তা এবং ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

কমিশনার জানান, নগরের প্রায় ১২ লক্ষ বাসিন্দা যানজটমুক্ত এবং নিরাপদ চলাচল ব্যবস্থা চান। এজন্য ফুটপাত হকারমুক্ত করার পাশাপাশি শহরের রাস্তা ও ট্রাফিক ব্যবস্থাও উন্নত করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

এসময় তিনি মোটরসাইকেল চালক ও যাত্রীদের জন্য হেলমেট পরিধান বাধ্যতামূলক উল্লেখ করে বলেন, “হেলমেট শুধু আইন মানার বিষয় নয়, এটি প্রত্যেকের জীবনের নিরাপত্তার সঙ্গে জড়িত।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।