ঢাকাবুধবার , ২৪ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেট নগরে ৩০টি বৈধ সিএনজি ও লেগুনা স্ট্যান্ড নির্ধারণ

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ২৪, ২০২৫ ১:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

ads

সিলেট মহানগরে যানজট কমানো ও পরিবহন ব্যবস্থা শৃঙ্খলিত রাখতে সিটি করপোরেশন (সিসিক) ও সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) যৌথভাবে ৩০টি বৈধ সিএনজি অটোরিকশা ও লেগুনা স্ট্যান্ডের তালিকা প্রকাশ করেছে। প্রতিটি স্ট্যান্ডে কতটি গাড়ি রাখা যাবে তাও নির্দিষ্ট করা হয়েছে।

এসএমপির বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্ধারিত স্ট্যান্ড ছাড়া অন্য কোথাও সিএনজি বা লেগুনা পার্কিং সম্পূর্ণ নিষিদ্ধ। আগামী ২৪ সেপ্টেম্বর থেকে নির্দেশনা অমান্যকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অনুমোদিত স্ট্যান্ড ও গাড়ি সীমা –

আম্বরখানা (সুনামগঞ্জমুখী ৫, এয়ারপোর্টমুখী ৫, চৌহাট্টামুখী ৫), টিলাগড় (বালুচরমুখী ৫, তামাবিলমুখী ৫, শিবগঞ্জমুখী ৫), মদিনা মার্কেট ১০, পাঠানটুলা ১০, কোর্ট পয়েন্ট ১৫, তেমুখী (বাধাঘাটমুখী ৫, টুকের বাজারমুখী ৫), টুকের বাজার (লামাকাজীমুখী ৫, তেমুখীগামী ৫), কীন ব্রিজ সংলগ্ন ভার্থখলা ১০, বাবনা পয়েন্ট ১০, কদমতলী মুক্তিযোদ্ধা পয়েন্ট ১০, হুমায়ূন রশিদ চত্বর (ফুলকলি সামনে ৫, ফেঞ্চুগঞ্জগামী সড়ক ৫, আপন হোটেল সংলগ্ন ১০), সামাদ চত্বর ১০, শেখঘাট জিতুমিয়া পয়েন্ট ৫, রিকাবীবাজার ৫, শাহপরান মাজার গেইট (মেজরটিলামুখী ৫, সুরমাগেট বাইপাসমুখী ৫), মেজরটিলা ইসলামপুর বাজার (টিলাগড়মুখী ৫, শাহপরান গেইটমুখী ৫), বালুচর (এমসি কলেজ ছাত্রাবাস সংলগ্ন) ১০, কুশিঘাট ১০, ওসমানী মেডিকেল কলেজ গেইট ৫, ধোপাদিঘীরপাড় শিশু উদ্যান ৫, কাজিটুলা বাজার ৫, জেল রোড ৫, শাহী ঈদগাহ ১০, কদমতলী ওভারব্রিজ (গোলাপগঞ্জগামী ৫, বটেশ্বরগামী ৫), ভার্থখলা ১০, চন্ডিপুল ১০, শ্রীরামপুর ১০, মেন্দিবাগ (জালালাবাদ গ্যাস অফিস সংলগ্ন) ৫, মকনদোকান বাজার (সিসিক ২৮ নং ওয়ার্ড) ১০ ও শিববাড়ি বাজারে ১০টি সিএনজি রাখা যাবে।

এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বৈধ স্ট্যান্ডের বিষয়ে সিএনজি মালিক ও শ্রমিক সংগঠনের সঙ্গে আগেই বৈঠক করা হয়েছে। নির্ধারিত সময়সীমার পর নিয়ম না মানা হলে সংশ্লিষ্ট যানবাহনের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।