
মঙ্গলবার (২৫ জুলাই) সকাল সাড়ে ১১ টায় সিলেট প্রেসক্লাব মিলনায়তনে সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন এসএমইউজে’র উদ্যোগে সাংবাদিক-পেশাজীবী সমাবেশ অনুষ্ঠিত হবে।
প্রধান বক্তা বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন -বিএফইউজের সভাপতি এম আবদুল্লাহ। বিশেষ অতিথি বিএফইউজের মহাসচিব নুরুল আমিন রোকন ও সহসভাপতি সহসভাপতি রাশিদুল রাশিদুল ইসলাম।
‘সাংবাদিক হত্যা-নির্যাতনের বিচার, বন্ধ সংবাদমাধ্যম খুলে দেওয়া ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে’ আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- সিলেট সিটি কর্পোরেশনপর মেয়র আরিফুল হক চৌধুরী।
পরে বিকেল ৩ টায় একই স্হানে সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।